শ্রেণিকক্ষে নির্যাতনের শিকার বাবা-ছেলে পেল আশ্রয়ণের ঘর
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১১:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের মধুখালী উপজেলায় শ্রেণিকক্ষে নির্যাতনের শিকার বাবা-ছেলেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। মধুখালী পৌরসভার দাউলিয়া আশ্রয়ণ প্রকল্পের আওতায় দুই শতাংশ জমিসহ পাকা ঘর তাদের বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী।
বুধবার দুপুরে পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা) নির্যাতনের শিকার ইয়ামিন মৃধার দাওলিয়াপাড়ার আশ্রায়ণ প্রকল্পের বাড়িতে খোঁজখবর নিতে যান। পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পুলিশ সুপার এ সময় ইয়ামিন মৃধার হাতে বিশ হাজার টাকা ও চাল, ডাল, তেল, লবণসহ বেশকিছু ঈদ উপহার ও উপজেলা সদরে অবস্থিত আলতু খান জুট মিলে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
এ সময় সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আরা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
এর আগে ১৭ মার্চ উপজেলার আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ইয়ামিন মৃধা ও তার ছেলে রাজন মৃধাকে নির্যাতন করা হয়। এরপর নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে।
