Logo
Logo
×

সারাদেশ

বিদ্যালয়ে আগুন, ২০ বছরের গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১০:৫২ পিএম

বিদ্যালয়ে আগুন, ২০ বছরের গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই

কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে আগুন লেগে ২০ বছরের গুরুত্বপূর্ণ নথি, শিক্ষার্থীদের সনদ, বই ও আসবাবপত্রসহ দুটি কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আধাপাকা টিনশেড কক্ষে আগুনের ঘটনা ঘটে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে কোনোপক্ষ আগুন লাগিয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে যদুবয়রা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তৌহিদুল ইসলামের সঙ্গে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ আলী ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকাশ রেজার সমর্থক ও নেতাকর্মীদের বিরোধ ও উত্তেজনা চলছিল। এদের মধ্যে একপক্ষ ভোট বন্ধের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আগামী রোববার বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ভোট বন্ধ করতেই কোনো পক্ষ হয়তো বিদ্যালয়ে আগুন লাগিয়েছে। আগুনে বিদ্যালয়ের ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত সব গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে বলে জানান তিনি। 

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন খান বলেন, আগুনে শিক্ষার্থীদের সনদ, বই, গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজ, আসবাবপত্রসহ দুইটি কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে তিনি মন্তব্য করেন। 

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, স্কুলে ভোট নিয়ে দুপক্ষের বিরোধ চলছে। একপক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে এমন কাজ করতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

বিদ্যালয় আগুন নথি ওসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম