ঢাকা-গাজীপুর থেকে মরা মুরগির মাংস কিনে বিক্রি করতেন তারা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৪:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে মরা মুরগির মাংস বিক্রির দায়ে এক ব্যক্তিকে একমাসের জেল ও তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপর একজন পালিয়ে যায়। তারা ঢাকা-গাজীপুর থেকে মরা মুরগির মাংস কিনে বিক্রি করতেন বলে জানা গেছে।
শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান এ জরিমানা করেন।
জানা যায়, ঢাকা গাজীপুর থেকে কম মূল্যে মরা মুরগির মাংস কিনে এনে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিলেন ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ের রফিক মিয়ার পুত্র আহাদ মিয়া (৩৫) ও সাগর মিয়া (২৮)। ঈশ্বরগঞ্জ পৌরবাজারে মরা মুরগির মাংস বিক্রিকালে স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনকে অবহিত করে। এ সময় সাগর নামের একজন পালিয়ে যায়।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে ৮০ কেজি খাবার অনুপযোগী বয়লার মরা মুরগির মাংস জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত আহাদ মিয়াকে একমাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন।
