Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর সঙ্গে বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৪:০৩ পিএম

প্রবাসীর সঙ্গে বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী

নড়াইলে নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে তাকে নড়াইল সদর থানা পুলিশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে। সে সদর উপজেলার একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে বলে জানা যায়। নিজের বিয়ে ঠেকাতে বাড়ি থেকে পালিয়েছিল ওই স্কুলছাত্রী।     

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে শিক্ষার্থীর মা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মেয়েটির পরিবার কুয়েত প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে। মেয়েটি পড়াশোনা করতে চায়, এখন সে বিয়ে করবে না সেজন্য কাউকে কিছু না বলে বাড়ি  থেকে পালিয়ে যায়।

নড়াইল জেলা পুলিশের একাধিক টিম এসএসসি পরীক্ষার্থীর সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ দিন পর ঢাকা মেট্রোপলিটনের কদমতলী থানা এলাকায় শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহায়তায় নড়াইল সদর থানা পুলিশের উপপরিদর্শক মো. আমির হোসেনের নেতৃত্বে একটি দল জান্নাতি নামে এক মেয়ে বান্ধবীর বাসা থেকে শুক্রবার ভোরে নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজের জিডির পর পরই আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল সুস্থভাবে তাকে উদ্ধার করা। জেলা পুলিশের একাধিক টিমের সমন্বিত প্রচেষ্টায় মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে সুস্থ উদ্ধার করতে পেরেছি। 

তিনি আরও বলেন, ওই পরীক্ষার্থীকে মা ও ভাইদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পরিবারকে সতর্ক করা হয়েছে তাকে যেন বাল্যবিবাহ না দেওয়া হয়।

প্রবাসী স্কুলছাত্রী নড়াইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম