Logo
Logo
×

সারাদেশ

চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণ, হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে শিশু

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১১:০৭ পিএম

চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণ, হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে শিশু

রংপুরের তারাগঞ্জে নুরু ইসলাম নামের এক ব্যক্তি পাঁচ বছরের এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই শিশু তিন দিন ধরে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার সয়ার কামারপাড়া আশ্রয়ণ প্রকল্পে। সোমবার বিকালে শিশুটির বাবা থানায় শিশু ধর্ষক নুরু ইসলামের নামে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শিশুর পিতা প্রতিদিনের ন্যায় শনিবার সকালে রংপুর শহরে রিকশা চালতে যান। তার স্ত্রী তার দুই মেয়েকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে রেখে পাশের গ্রামে শ্রমিকের কাজে চলে যান। এ সুযোগে উপজেলার আলমপুর ইউনিয়নের ভিমপুর মহিষখোলা গ্রামের মৃত আবুর হোসেনর দুই সন্তানের জনক নুরু ইসলাম চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় শিশুটির চিৎকারে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এসে শিশুটি রক্তাক্ত অবস্থায় দেখে তারাগঞ্জ থানার পুলিশকে অবগত করেন। পরে তারাগঞ্জ থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন ধরে যন্ত্রণায় ছটফট করছেন।

বাসিন্দারা জানান, তারা সবাই অসহায় ও গৃহহীন ছিলেন। তাদের একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। তারা সবাই আশ্রয়ণ প্রকল্পে তাদের শিশুদের রেখে কাজে চলে যায়। এ ঘটনায় তাদের সবার মনে আতঙ্ক বিরাজ করছে।

তারাগঞ্জ থানার এসআই আজমল হোসেন ধর্ষণের শিকার শিশুটিকে ঘটনার দিন উদ্ধার হাসপাতালে ভর্তি ও অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, শিশুটির সঙ্গে হাসপাতালে তার বাবা মা থাকায় থানায় কোনো অভিযোগ করতে পারেননি। অভিযোগ পাওয়ার পর ধর্ষকের বিরুদ্ধে মামলার ও গ্রেফতারের প্রস্তুতি চলছে।

রংপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম