জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গৌরীপুরে আলোচনা সভা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গৌরীপুরে স্বজন সমাবেশের কার্যালয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি গৌরীপুর উপজেলা, পৌর জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে মঙ্গলবার এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের কবর জিয়ারত-ফাতেহা পাঠ করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ছাত্রসমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন।
ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হুদা লিটন।
বক্তব্য রাখেন- বোকাইনগর জাতীয় পার্টির সভাপতি আব্দুল গফুর, মাওহা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান কাঞ্চন, রামগোপালপুরের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, ছাত্রসমাজের নেতা মো. লিমন হাসান, শ্রমিক পার্টির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, যুব সংহতির সভাপতি সোহেল মিয়া, ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক ইদ্রিস আলী শ্রাবণ, যুগ্ম আহ্বায়ক সৌরভ রহমান সুমন, সদস্য সচিব মাহবুবুল শিহাব, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক সাইফুল্লাহ আল হাবিব, সদস্য সচিব শেখ সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ বাবু, রফিকুল ইসলাম সাজ্জাদ, অতিরিক্ত দপ্তর-১ জাহাঙ্গীর আলম, কাহাবুল আলম, সদস্য শেখ শহিদ মিয়া, সোলেমান কবির, রুবেল মিয়া, শেখ জনি মিয়া, পলাশ মাহমুদ, সাইফুর রহমান রিফাত, বাইজিদ বোস্তামি, মাজাহারুল ইসলাম পায়েল, আমিনুল ইসলাম সাগর, ইমন মাহমুদ, শামস সিজান, ইঞ্জিনিয়ার সজিব মন্ডল, মো. মারুফ মিয়া, সারোয়ার হক প্রমুখ।
