Logo
Logo
×

সারাদেশ

বেতাগীতে চুরির অভিযোগে ছাত্রলীগ সভাপতি আটক

Icon

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম

বেতাগীতে চুরির অভিযোগে ছাত্রলীগ সভাপতি আটক

বেতাগীতে ইউনিয়ন পরিষদের পুরাতন মালামাল চুরির অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই চুরির ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলার মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. বাবুল মৃধার ছেলে শাওন মৃধা ও ভাঙারি ব্যবসায়ী মতি হাওলাদার। শাওন ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি।

মোকমিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহম্মেদ বলেন,‘পরিষদের সরকারি পুরাতন মালামাল চুরি হয়েছে। থানায় অভিযোগ দিয়েছি। সঠিক তদন্তের জন্য পুলিশ যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে। যেহেতু ছাত্রলীগের সভাপতি শাওনাকে পুলিশ আটক করেছে সেহেতু চুরির ঘটনায় তার সম্পৃক্ততা আছে। তা না হলে পুলিশ এত লোক রেখে তাকেই আটক করবে কেন।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার সঠিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা পেলে তাদের আসামি করে মামলা করা হবে।

বেতাগী চুরি ছাত্রলীগ আটক  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম