গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতির শ্বশুরের ইন্তেকাল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৭:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হকের শ্বশুর পৌর শহরের কালিপুর মধ্যতরফ নিবাসী আহাম্মদ আলী (৮২) ইন্তেকাল করেছেন। শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সর্বশেষ চাকরি করেন।
মরহুমের প্রথম জানাজা গৌরীপুর সরকারি কলেজ ঈদগাঁহ মাঠে ও দ্বিতীয় জানাজা বোকাইনগর ইউনিয়নের কান্দাপাড়া নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
