যুবলীগ নেতা আওয়াল হত্যায় তিন শিশু গ্রেফতার
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার কলমাকান্দায় যুবলীগ নেতা আব্দুল আওয়াল হত্যাকাণ্ডে জড়িত তিন শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া শিশুদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। সোমবার সন্ধ্যায় পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
নিহত আওয়াল কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানান উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম। আওয়ালকে পরিকল্পিতভাবে ডিশের তার গলায় জড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলা সদরের মাছ মহাল এলাকায় তার নিজ বাসায় গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ আওয়ালের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার সকালে নিহতের ছোট ভাই মো. রাসেল খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সোমবার সকালে এ হত্যাকাণ্ডে জড়িত তিন শিশুকে গ্রেফতার করে পুলিশ।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, তার নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তাসহ একটি দল সোমবার বিকালে তিন শিশুকে আটক করে। পরে তাদের শিশু আদালতে হাজির করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
