নিম্নআয়ের মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে: অ্যাডভোকেট সালমা ইসলাম
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, পবিত্র রমজান শেষ প্রান্তে, কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে নিুআয়ের মানুষ চরম হতাশা ও কষ্টে দিন যাপন করছেন। সমাজের বিত্তবান শ্রেণিকে তাদের কষ্ট লাঘবে এগিয়ে আসতে হবে। নিুআয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। ভালো কাজ করার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে হবে।
বুধবার নবাবগঞ্জের বক্সনগর ইউপির বর্ধনপাড়া এলাকায় দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে এক অডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এবং অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির নিজস্ব অর্থায়নে এ অনুষ্ঠান হয়েছে। এতে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং যমুনা গ্র“পের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা।
অডিও বার্তায় অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসে ভুলিয়ে দিতে, সব বিবাদ ও কলহ। ঈদের মতোই সারা বছর আপনাদের সবার জীবন হোক দীপ্তিময় আমি এই প্রত্যাশা করি। তিনি দোহার ও নবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে দেশ ও সমাজের মঙ্গল কামনা করে দোয়া করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, জাতীয় পার্টির নেতা এমএ মজিদ, মান্নান মাস্টার, মো. টিপু ওয়াসিম আহমেদ, মতিন মেম্বার, আব্দুল মতিন, বাহের উদ্দিন, খায়রুল আলম, শাহাদাত হোসেন, ফরিদ হোসেন, আক্তার হোসেন মেম্বার, ওয়াসিম আহমেদ, শাহাদাত মেম্বার, যুবনেতা শ্রীকৃষ্ণ সাহা, শুভ্র তালুকদার প্রমুখ।
