Logo
Logo
×

সারাদেশ

‘মাথার চুলের চেয়েও বেশি দিন বেঁচে থাকুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১০:৩৯ পিএম

‘মাথার চুলের চেয়েও বেশি দিন বেঁচে থাকুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

‘সোয়ামী নাই, পুলাহান নাই! দুচক্ষে খালি এহন আন্ধার দেহি, কইযায়াম। আনহে ডাকসুইন, আল্লাহ আনহেরে আয়ু দ্যাখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনারে মাথায় যতগুলো চুল আছে তার চেয়েও বেশি দিন বাইচ্চা রাখুক। আল্লাহ আমারে নিয়ে যাক, শেখ হাসিনা বাইচ্ছা থাকুক। আমরা মরলেই, শান্তি হাইতাম।’

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার উপজেলা যুবলীগের উদ্যোগে বিধবা মা ও সন্তানহীন জননীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন স্বামী ও সন্তানহীনা আঁখি আক্তার।

যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানের মাথায় হাত বুলিয়ে তিনি আরও বলেন, আহনেরা আমার বাপজান; এই ঈদে সেমাই, রুটি, মাংস ও পুলাও এহন খাওয়াইতে পারবাম।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।

বক্তব্য রাখেন- গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সাত্তার, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. উজ্জ্বল মিয়া, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সহনাটীর সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক নুরুল কবীর শাহিন, রামগোপালপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান নয়ন, ডৌহাখলার সভাপতি আব্দুল আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক প্রমুখ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় স্বামী-সন্তানহীনা ১৫৭ জন জননী ও দেড় সহস্রাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম