Logo
Logo
×

সারাদেশ

বেপরোয়া গতির মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৫:৩৪ পিএম

বেপরোয়া গতির মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল জোবায়ের মোল্লা (২২) নামের এক যুবকের । এ সময় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঈদের দিন শনিবার বিকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে ঘটে।

নিহত জোবায়ের মোল্লা পার্শ্ববর্তী সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত্যু শহীদ মোল্লার ছেলে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জোবায়ের তার আরও ২ বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ঈদের দিন ঘুরতে বের হয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একা একাই দুর্ঘটনায় পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম