Logo
Logo
×

সারাদেশ

ঈদের দিন ঈদগাহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৬:৫১ পিএম

ঈদের দিন ঈদগাহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আল আকসা জামে মসজিদের ঈদগাহে ইকবাল হোসেন রকি নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের দিন শনিবার সকাল ৭টার সময় ঈদগাহে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন রকি উত্তর আলীপুর আব্বাস আলী ভূঁইয়া বাড়ির আবু ইউসুফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রকি পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। ঈদের দিন শনিবার সকাল ৭টার সময় ঈদগাহে বিদ্যুতের কাজ করছিলেন। অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বেলা ১১টায় উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম