গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই আরোহী নিহত
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১০:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর ডিমলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৩)। তারা দুজন একে অপরের বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাফিক ও রিপন স্থানীয় ধনঞ্জয় শীল নামে একজনের মোটরসাইকেল নিয়ে গোমনাতী বাজারে ঘুরতে যান। গোমনাতী থেকে ফেরার পথে তাদের বাড়ির কাছেই ডাঙ্গার হাটের শহিদ মিনার এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি জামগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, মরদেহ এখনো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
