Logo
Logo
×

সারাদেশ

মৃত্যুর সঙ্গে ৫ দিন পাঞ্জা লড়ে না ফেরার দেশে নবনির্বাচিত চেয়ারম্যান

Icon

কুমিল্লা ব্যুরো 

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৩:৫৬ পিএম

মৃত্যুর সঙ্গে ৫ দিন পাঞ্জা লড়ে না ফেরার দেশে নবনির্বাচিত চেয়ারম্যান

কুমিল্লায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অগ্নিদগ্ধ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হাজি মো. শাহজালাল (৫২)। তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

নির্বাচিত হওয়ার ৪ মাস ২৯ দিন পর নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

গত বছর ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীকে শাহজালাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয়রা জানান, শাহজালাল গত ঈদুল ফিতরের পরের দিন তার নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হন। গত পাঁচ দিন ধরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরেফিন বলেন, ওনার মৃত্যুতে আমরাও শোকাহত। যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি এখন শূন্য, তাই নিয়ম অনুযায়ী পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম