আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ মহানগরীর ১৩নং ওয়ার্ডের বাঁশবাড়ি কলোনিতে সালিশ চলাকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- বাঁশবাড়ি কলোনি এলাকার আব্দুস সালামের ছেলে মাহমুদুল হাসান জয় (২২) ও আদিলের ছেলে আসমুন (১৮)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাদল মিয়া (৪০) নামের আরও একজন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত বৃহস্পতিবার বিকালে তুচ্ছ ঘটনা নিয়ে ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শ্রাবণ এবং বাঁশবাড়ি কলোনির পুকুরপাড় এলাকার ছাত্রলীগ কর্মী সাদমানের ঝগড়া হয়।
এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় কাউন্সিলর দেলোয়ার হোসেন ও কাউন্সিলর আনিসুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা বাঁশবাড়ি কলোনির মোড়ে সালিশে বসেন। সালিশ চলার সময় পেছন দিকে শ্রাবণ গ্রুপ ও সাদমান গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এ সময় দুই গ্রুপের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে শ্রাবণ গ্রুপের মাহমুদুল হাসান জয় ও তার চাচাতো ভাই আসমুন গুলিবিদ্ধ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় গুলিবিদ্ধ হওয়া শ্রাবণ গ্রুপের জয় ও আসমুনকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা এখন শঙ্কামুক্ত। ঘটনার পর রাতে বাঁশবাড়ি কলোনি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
এ ব্যাপারে জয়ের বাবা আব্দুস সালাম বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।
এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মাহমুদুল হাসান জয় ও আসমুনের চাচাতো ভাই রাহাত জানান, ময়মনসিংহ থেকে ঢাকায় আনার পর গুলিবিদ্ধ জয় ও আসমুন সুচিকিৎসা পাচ্ছে না। তাদেরকে দ্রুত সুচিকিৎসার দাবি জানান তিনি।
কাউন্সিলর দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক শ্রাবণ ও ছাত্রলীগ কর্মী সাদমানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব মেটাতে বৈঠক চলাকালীন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
