Logo
Logo
×

সারাদেশ

বাইক থেকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট যুবক

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:২৩ পিএম

বাইক থেকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট যুবক

ঝিনাইদহের মহেশপুরে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে হাসান আলী (৩৫) নামে এক যুবক মারা গেছেন। শনিবার রাত ৮টার দিকে মহেশপুর-ভৈরবা সড়কের নোয়ানীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

হাসান আলী এসবিকে ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। তিনি জিন্নাগনগর বাজারের পিটি গার্মেন্টসের কর্মী ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টস ছুটি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নোয়ানীপাড়া মোড়ে পৌঁছলে রাস্তার ওপর পড়ে থাকা গাছের ডালে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন হাসান আলী। এ সময় অপরদিক থেকে আসা ছাগলবোঝাই একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ঝিনাইদহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম