দুমকি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৩, ০৬:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার রাতে বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।
