Logo
Logo
×

সারাদেশ

ছাগলে ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৩, ০১:৩৩ এএম

ছাগলে ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

ফাইল ছবি

কেন্দুয়ায় ছাগলে ঘাস খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

উপজেলার হারুলিয়া গ্রামে সোমবার ঘটনাটি ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নুরজাহান পারভীন লিজা জানান, গুরুতর আহত রুবেল, অলিদ হাসান, রনি, রফিক, শিপন ও উজ্জ্বলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের  চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারুলিয়া গ্রামের নাজমা আক্তারের পতিত জমিতে একই গ্রামের রহমত উল্লাহর একটি ছাগল ঘাস খায়। একই এলাকার আতর আলীর লোকজন ওই জমিতে ছাগল চড়াতে নিষেধ করেন। এ ঘটনায় রহমত ও আতর আলীর লোকজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ ১৫-১৬ জন আহত হয়েছেন। 

মোজাফফরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞা হারুলিয়া গ্রামের সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে হারুলিয়া গ্রামে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ছাগল সংঘর্ষ নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম