Logo
Logo
×

সারাদেশ

যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অ্যান এসেনসিয়াল মেথড অব স্পিনিং মিলস বইয়ের মোড়ক উন্মোচন

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৫:৪১ পিএম

যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অ্যান এসেনসিয়াল মেথড অব স্পিনিং মিলস বইয়ের মোড়ক উন্মোচন

‘অ্যান এসেনসিয়াল মেথড অব স্পিনিং মিলস’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শামীম ইসলামের ছেলে ইয়াসিন ইসলাম নাজেল, যমুনা গ্রুপের পরিচালক বিপণন এবিএম সিরাজুল ইসলাম, যমুনা টায়ার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ইবনে আবু বকর, হুরাইন এইচপিএফের পরিচালক রাজিব দাস, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবুল হোসেন, মহাব্যবস্থাপক প্রশাসক মেজর (অব.) কাজী মনজুরুল ইসলাম, বইয়ের লেখক যমুনা স্পিনিং মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী বাহার উদ্দীন টিটু প্রমুখ।

বইটি উৎসর্গ করা হয়েছে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলামকে।

মোড়ক উন্মোচনকালে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বইটি স্পিনিং সম্পর্কে আগ্রহীদের জন্য উপকারে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

লেখক প্রকৌশলী বাহার উদ্দীন টিটু বলেন, স্পিনিং মিলসের হোসিয়ারি ইয়ার্নের ওপর ভিত্তি করে লেখা এ বইয়ে মার্কেট কমপ্লেইন, ফেব্রিক ফল্ট, ওয়ার্কার সেটআপ, স্পিন প্ল্যান, ম্যানপাওয়ার স্ট্রাকচার, উৎপাদন ক্যালকুলেশন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পরে ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও তার ছেলে ইয়াসিন ইসলাম নাজেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যমুনা স্পিনিং মিলের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

হবিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম