Logo
Logo
×

সারাদেশ

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৩, ১০:৩৩ পিএম

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার

ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বামী ও সতিনকে (প্রথম স্ত্রী) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। চলতি বছরের ৭ মার্চ ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান দণ্ডাদেশ প্রদান করেন। সেই সময় পলাতক ছিলেন তারা।

মামলার বিবরণে জানা যায়, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি রাতে ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী শহিদুল ইসলাম ও প্রথম স্ত্রী চম্পা খাতুন। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে (মাজেদাকে) উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃত্যুর আগে মাজেদা পুলিশ ও মানবাধিকার কর্মীদের কাছে জবানবন্দি প্রদান করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে দণ্ডিতদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

দণ্ডিত শহিদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে তরকারির ব্যবসা করতেন। তার প্রকৃত বাড়ি কুড়িগ্রাম জেলায়। প্রেমের ফাঁদে ফেলে মাজেদাকে বিয়ে করেন তিনি। দণ্ডিত অপরজন সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের চম্পা খাতুন।

ঝিনাইদহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম