শিশু রাইফার মৃত্যু
মাইর থেকে বাঁচতে হবে, মাইর দিতে হবে (ভিডিও)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০১৮, ০৯:২৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় আন্দোলনকারী সাংবাদিকদের মারধরে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন ড্যাব ও বিএনপি নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী।
বুধবার মধ্যরাতে বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার এক বৈঠকে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাইর দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাইর না দিবা, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না।’
চট্টগ্রামের সাবেক এ বিএমএ নেতার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী সাংবাদিক ও তাদের সন্তানদের চিকিৎসা না দেয়ার হুমকি দেন।
২ মিনিট ৪৮ সেকেন্ডের বক্তব্যে খুরশিদ জামিল চৌধুরী বলেন, ‘প্রত্যেক সরকারি ডাক্তারের সঙ্গে বেসরকারি ডাক্তারের সম্পর্ক আছে। কেউ স্বীকার করে কেউ করে না। সব জায়গায় স্ট্রাইক করতে হবে। একসঙ্গেই করতে হবে। আলোচনা চলবে, পাশাপাশি স্ট্রেন্থ (দৃঢ়তা) দেখাতে হবে। ওদের প্রেস কাউন্সিল আছে, আমাদের বিএমডিসি আছে। তার পরও আমাদের আটক করে নিয়ে যায়।’
একা ডাক্তারদের পক্ষে আন্দোলন সামলানো যাবে না এবং নার্স, সুইপারদের একত্রিত করার কথা জানিয়ে ম্যাক্স হসপিটালের এমডি ডা. লিয়াকতকে উদ্দেশ্য করে জামিল বলেন, ‘তোমার ডাক্তার, নার্সকে ওপর থেকে লিফটে করে নিচে এনেছে। তখন তোমার স্টাফ, নার্স, কর্মচারী, সিকিউরিটি কোথায় ছিল? আমাদের সঙ্গে মিটিং করার আগে তুমি ঘরের মধ্যে মিটিং কর। প্রত্যেকে নিজের প্রতিষ্ঠানে মিটিং করেন। মেডিকেল কলেজে বড় আকারে মিটিং করেন। মেডিকেল কলেজের সঙ্গে বাহিরের সঙ্গে মিলিয়ে আবার মিটিং করুন। অন্যদের থেকে স্বাক্ষর গ্রহণ করুন। লিফটম্যান, দারোয়ান সবাই মাইর খায়। ডাক্তাররা খাওয়ার আগে তারা খায়। তাদেরও তিনি একত্রিত করার পরামর্শ জানান।’
এর পর তিনি বলেন, ‘তারাও (কর্মচারী, স্টাফ) মাইর থেকে বাঁচতে হবে, আমরাও মাইর থেকে বাঁচতে হবে। মাইর দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাইর না দিবা, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। সিরাজ ভাইয়ের সঙ্গে (বিএমএর সাবেক নেতা ও প্রবীণ চিকিৎসক) সাংবাদিকদের বন্ধুত্ব, আমাদের সঙ্গেও যথেষ্ট বন্ধুত্ব আছে। ওরা তো একজোট হইছে। সামনে যে বিএফইউজে নির্বাচন, ওটার জন্য একটা কম্পিটিশনও আছে। ওদের মধ্যে ভাঙন আছে। আমরা একটা দিকে এগিয়ে আছি। আমাদের যে ইউনিটি সেটি ওদের মাঝে নেই। ওদের সঙ্গে আজকেও আমার দেখা হয়েছে। ওখানে বিএনপি-জামায়াত ছিল। ওরা আমার কানে কানে বলে কোনটার বিরুদ্ধে কী করতে হবে।
গলাব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার রুবেল খানের আড়াই বছর বয়সী শিশুকন্যা রাইফা শুক্রবার রাতে মারা যায়।
অভিযোগ ওঠে- কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।
‘রাইফাকে হত্যা করা হয়েছে’-এ অভিযোগ তুলে গত দুদিন ধরে চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো আন্দোলন এবং দায়ীদের বিচার দাবি করে আসছে।
এদিকে সরেজমিন পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শন দল ম্যাক্স হাসপাতালের ১১টি অনিয়ম চিহ্নিত করেছে।
আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে লাইসেন্স ও চিকিৎসক-নার্স নিয়োগের সব তথ্য দিতে নোটিশ দেয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
