Logo
Logo
×

সারাদেশ

সাবেক মেম্বারসহ ২ জনকে জরিমানা

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৯:৪৩ পিএম

সাবেক মেম্বারসহ ২ জনকে জরিমানা

হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বারসহ দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- উক্ত ইউনিয়নের সাবেক মেম্বার আলী আহসান এবং চারিয়া এলাকার মীর আহাম্মদের ছেলে দিদারুল আলম।

এ ব্যাপারে ইউএনও মো. শাহিদুল আলম জানান, মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় পুকুর ভরাট করা হচ্ছে এমন অভিযোগ আসে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে গেলে পুকুর ভরাটের বিষয়টির প্রমাণ পাওয়া যায়। পুকুর মালিক মো. দিদারুল আলমকে পুকুরটি আগের অবস্থায় নিয়ে আসার নির্দেশ দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পুকুরের ভরাট কাজটি বাস্তবায়নের দায়ে আলী আহসানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেম্বার জরিমানা হাটহাজারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম