Logo
Logo
×

সারাদেশ

ছাগল চরাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৫:৪৭ পিএম

ছাগল চরাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ছাগল চরাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আলতা বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

রোববার সকাল ৯টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

আলতা বেগম ওই গ্রামের মৃত তাজউদ্দিনের স্ত্রী। 

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের পাশে ছাগল চরানোর সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, রোববার সকাল ৯টার দিকে মাধবপুর গ্রামে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আলতা বেগম মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

ট্রেন বৃদ্ধা মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম