Logo
Logo
×

সারাদেশ

নারী নেত্রীকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে গ্রেফতার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৬:০৪ পিএম

নারী নেত্রীকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে গ্রেফতার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে নারী নেত্রী লুলু আল মারজানকে (৩৮) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ঘাতক মো. ইউছুপের পিতা মো. জাহাঙ্গীর আলম (৬০) ও তার ভাই মো. সেলিম (২১)।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, লুলু আল মারজান হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় শনিবার রাতে প্রায় সাত ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা মো. ইউছুপ আত্মগোপনে। তাকে ধরার চেষ্টা চলছে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার নিজ বাড়িতে লুলু আল মারজানকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের মেজো মেয়ে। মামলায় এজাহারনামীয় আসামি চারজন। অজ্ঞাতনামা রয়েছেন আরও চারজন।

নিহত লুলু মারজান উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত মমতাজ মিয়ার স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য। পুলিশ জানিয়েছে, ইউছুপ একজন মাদক ব্যবসায়ী। এর আগে র‌্যাব তাকে গ্রেফতার করে। কারামুক্ত হয়ে হত্যাকাণ্ডটি ঘটায়।

কক্সবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম