Logo
Logo
×

সারাদেশ

তিন মেধাবী শিক্ষার্থীকে সাড়ে ২২ লাখ টাকা দেওয়ার ঘোষণা সেলিম ওসমানের

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১০:১০ পিএম

তিন মেধাবী শিক্ষার্থীকে সাড়ে ২২ লাখ টাকা দেওয়ার ঘোষণা সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে ভাবেন বলেই তিনি এমন সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। তোমরা প্রযুক্তি ব্যবহারে অজানাকে জেনে শিক্ষাক্ষেত্রে কাজে লাগাতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রযুক্তিগত জ্ঞান তোমাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

তিনি বলেন, যোগ্য নাগরিক হতে ভালো লেখাপড়ার কোনো বিকল্প নেই। যারা বন্দর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকার করবে তাদের যথাক্রমে ১০ লাখ, সাড়ে ৭ লাখ ও ৫ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন তিনি।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৮৬ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণকালে একেএম সেলিম ওসমান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রোববার বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে বিনামূল্যে এ ট্যাব বিতরণ করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত-এ খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর জিপু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান প্রমুখ।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম