Logo
Logo
×

সারাদেশ

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১০:৫৩ পিএম

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাড়ে চার বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ২০ বছর বয়সি এক যুবকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে ধর্ষণের শিকার ওই শিশুটির মা বাদী হয়ে কেন্দুয়া থানায় এ মামলাটি দায়ের করেন।

এছাড়া ধর্ষণের শিকার ওই শিশুটিকে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় শহীদুল্লাহ, তার বাবা হাবুল বেপারী ও মা শহিদা আক্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে। 

জানা গেছে, উপজেলার নওপাড়া ইউনিয়নের আটাশিয়া মাইজকান্দি গ্রামের হাবুল বেপারীর ছেলে শহীদুল্লাহ গত শনিবার সকাল ১০টার দিকে ওই শিশুটিকে বাড়ির পাশে একা পেয়ে ডেকে নিয়ে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তাকে ধর্ষণ করতে থাকে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম