Logo
Logo
×

সারাদেশ

লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হলেন বড়লেখার হাবিব

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১১:১২ পিএম

লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হলেন বড়লেখার হাবিব

বড়লেখা উপজেলার গ্রামতলার কৃতীসন্তান লন্ডনের স্ট্যামফোর্ড স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও রেস্টুরেন্ট ব্যবসায়ী হাবিব রহমান বিপুল ভোটে লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

লন্ডনের সাউথ কেস্টেভেন ডিস্ট্রিক্টের কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচিত হন। স্থানীয় সরকারের এ নির্বাচন গত ৪ মে অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, তিনি লিবারেল ডেমোক্রেট পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজ এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। 

এদিকে হাবিব নির্বাচিত হওয়ায় বাঙালি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে।

লন্ডন কাউন্সিলর হাবিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম