Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে নুরুল ইসলাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১০:২৫ পিএম

গৌরীপুরে নুরুল ইসলাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।  এতে আটটি দল অংশ নেয়।

ফাইনাল খেলায় অংশ নেয় গৌরীপুর সরকারি কলেজ স্বজন সমাবেশ একাদশ ও রক্তদান ফাউন্ডেশন একাদশ। ১-০ গোলে রক্তদান ফাউন্ডেশনকে হারিয়ে সরকারি কলেজ স্বজন সমাবেশ চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন গৌরীপুর ক্রীড়াবিদ সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান আরিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোখলেছুর রহমান।

স্বজন সমাবেশের একাদশে নেতৃত্ব দেন গৌরীপুর সরকারি কলেজ স্বজনের সভাপতি আমিনুল ইসলাম খান তৈমুর। খেলায় অংশ নেন মোস্তাকিম মিয়া, শান্ত মিয়া, আমিনুল ইসলাম সানী, জিহাদুল ইসলাম, শেখ ইসতিয়াক নাঈম, শামীম আনোয়ার, আফ্রিদি হাসান নীরব, মীর্জা শাহমুন, মিতুন মিয়া, বাপ্পী হাসান, তাসাদদুল করিম।

রক্তদান ফাউন্ডেশনের ক্যাপ্টেন সাইফ আহমেদের নেতৃত্বে মাঠে নামেন জাহিদ হাসান লিখন, রমজানুর আহমেদ নাজিম, আশিকুর রহমান রাজিব, শামীম হাসান, জাহাঙ্গীর আলম জয়, ইমন আহমেদ, শিমুল মিয়া, সোহেল রানা, সজিব হাসান শান্ত, রাকিবুল ইসলাম শান্ত, ছোটন মিয়া, নিলয় খান।

৩ মে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৭৭তম জন্মবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কেককাটা, স্মরণসভা, দোয়া মাহফিল, শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম