Logo
Logo
×

সারাদেশ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

Icon

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৩, ১০:৫৮ পিএম

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি নিহত রিপা আক্তার (১৮) মানসিক রোগী ছিল। বুধবার বেলা আড়াইর দিকে উপজেলার সাটিয়াজুরী রেলস্টেশনের কাছে রেললাইনে এ ঘটনা ঘটে।

ওই কলেজছাত্রী বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত কুদরত আলীর মেয়ে। সে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস সাটিয়াজুরী এলাকায় পৌঁছলে রিপা ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। কোনো অভিমান থেকে সে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া জানান, ঘটনার সময় সে কলেজের ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল। কলেজের ড্রেস পরা, হাতে বই ও ব্যাগ নিয়ে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। তড়িঘড়ি করে ক্ষতবিক্ষত লাশ বস্তায় ভর্তি করে বাড়িতে নিয়ে গেছেন রিপার পরিবারের সদস্যরা।

রিপার চাচাতো ভাই ফজল মিয়া জানান, সে মানসিক রোগী ছিল। বিভিন্ন সময় মাথা গরম হয়ে উঠত। একই কথা বলেন স্থানীয় ইউপি মেম্বার কদ্দুছ আলী।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদশা আলম জানান, এমন ঘটনার সংবাদ পাইনি, সাংবাদিকদের মাধ্যমেই শুনেছি। 

ট্রেন কলেজছাত্রী আত্মহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম