Logo
Logo
×

সারাদেশ

বাঁশখালীর গণ্ডামারার প্যানেল চেয়ারম্যান হলেন ওসমান গনি

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৩, ০২:০৭ এএম

বাঁশখালীর গণ্ডামারার প্যানেল চেয়ারম্যান হলেন ওসমান গনি

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা লেয়াকত আলী গত ৩ মাাস ধরে কারাগারে।

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গণ্ডামারা ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ওসমান গনি।

২নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহ আলম ও ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংরক্ষিত নারী সদস্য জান্নাত আরা।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বুধবার সকালে গণ্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের একটি প্রজ্ঞাপন হাতে পেয়েছি।

প্রজ্ঞাপন ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান গনি।

উল্লেখ্য, গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী গত ৯ ফেব্রুয়ারি নগরীর সুগন্ধা আবাসিক থেকে জেলা গোয়েন্দা সংস্থা ডিবির হাতে আটক হয়ে দীর্ঘদিন ধরে জেলখানায় আটক থাকায় গত তিন মাস ধরে ইউনিয়ন পরিষদের সেবা থেকে স্থানীয় জনসাধারণ বঞ্চিত হয়েছে।

বাঁশখালী.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম