বোনের শাশুড়ির লাশ দেখতে গিয়ে লাশ হলেন আ.লীগ নেতার স্ত্রী
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৩, ১০:৪৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালীগঞ্জে নিকটাত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চড়ে লাশ দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথে কাভার্ডভ্যান চাপায় নিজেই লাশ হলেন এক আওয়ামী লীগ নেতার স্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ফকিরবাড়ি নামক স্থানে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রোকসানা বেগম (৪৫) কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৈতারপাড়া গ্রামের মনির খন্দকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রোকসানা বেগমের বোনের বাসা মহানগরীর পূবাইলের মীরেরবাজার এলাকায়। বৃহস্পতিবার সকালে তার শাশুড়ির মৃত্যুর সংবাদ পায়।
পরে স্বামীর বাড়ি পৌরসভার চৈতেরপাড়া এলাকা হতে স্বামীর সঙ্গে বাইকে চড়ে মীরেরবাজারে যাওয়ার পথে বালীগাঁও ফকিরবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে ওভারটেক করার সময় স্ত্রী ছিটকে পড়ে যান। এ সময় সামনে থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক ইমরান তালুকদার যুগান্তরকে বলেন, ঘটনাস্থল থেকে রোকসানা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
