কালকিনিতে চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে হয়রানির অভিযোগ

 কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি 
১২ মে ২০২৩, ০৯:৪২ এএম  |  অনলাইন সংস্করণ
কালকিনিতে চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে হয়রানির অভিযোগ
চিকিৎসক জিএম রিয়াজ

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানিসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কর্তব্যরত চিকিৎসক জিএম রিয়াজ রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই নারীর স্বামী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ বেশ কয়েকটি দপ্তরে ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগীর অভিযোগ, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক জিএম রিয়াজ রহমান অসুস্থ রোগীকে কোনো প্রকার চিকিৎসা না দিয়েই মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন এবং নারীর সঙ্গে থাকা তার স্বামী ইলিয়াস হোসেনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

মো. ইলিয়াস হোসেন বলেন, আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডাক্তার জিএম রিয়াজ রহমান চিকিৎসা না দিয়ে আমাকে হয়রানি করেছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. এসকেএম শিবলী রহমান বলেন, অভিযুক্ত চিকিৎসক জিএম রিয়াজ রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন