৪ ঘণ্টা পর ফিরে গেলেন নোয়াখালীর অবরুদ্ধ এএসপি ও ওসি

 হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
১২ মে ২০২৩, ১০:৪৩ এএম  |  অনলাইন সংস্করণ

হাতিয়া উপজেলার হরনি ইউনিয়নের ৩নং ওয়ার্ড টাংকিরঘাট এলাকায় উত্তেজিত জনতার হাতে অবরুদ্ধ থাকার প্রায় ৪ ঘণ্টা পর নোয়াখালী জেলা পুলিশের হস্তক্ষেপে ফিরে গেলেন রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল আলম চৌধুরী ও রামগতি থানার ওসি আলমগীর হোসেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রামগতির উদ্দেশে রওনা করেন অবরুদ্ধ থাকা পুলিশ কর্মকর্তারা। এর আগে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বিজয়া সেন দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করেন।

বিজয়া সেন বলেন, স্থানীয় মেম্বারের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল আলম চৌধুরী।

পরে বিষয়টি নিয়ে আমি স্থানীয়দের সঙ্গে কথা বলি। তাদের দাবি ছিল— রেঞ্জ রিজার্ভ ফোর্সের পাশাপাশি নোয়াখালীর পুলিশ ওই ক্যাম্পে থাকতে হবে।

বিষয়টি নিয়ে আমি তাৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্থানীয়দের দাবিকৃত নোয়াখালীর ১০ পুলিশ সদস্যকে ওই ক্যাম্পে সংযুক্ত করেছি। যার মধ্যে একজন ইন্সপেক্টর, একজন উপপরিদর্শক, একজন সহকারী উপপরিদর্শক ও ৭ জন কনেস্টবল থাকবে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন