Logo
Logo
×

সারাদেশ

‘আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এবার ফাইনাল খেলা হবে’

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৩, ১১:৫০ এএম

‘আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এবার ফাইনাল খেলা হবে’

বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এবার ফাইনাল খেলা হবে। এবারের নির্বাচন হবে, আওয়ামী লীগের সঙ্গে আমাদের মরণ খেলা। জীবন দিয়ে হলেও, লড়াই করে এবার গণতন্ত্র ফিরিয়ে আনব। 

শুক্রবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদী মাদ্রাসা মাঠে ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার রাতের আঁধারে ভোট চুরি করে আর ক্ষমতায় আসতে পারবে না। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ২০২৩ সালের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এ দেশের মানুষ শেখ হাসিনার অধীনে আর নির্বাচন হতে দেবে না। জনগণ শেখ হাসিনার জুলুম অত্যাচারের হাত থেকে মুক্তি চায়।

বেগম জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো, আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আইয়ুব আলী মুন্সী, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, মো. হারেছ ফকির, কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্যসচিব জাহাঙ্গীর ইয়াদ, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

আওয়ামী লীগ বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম