|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদনে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ভুক্তভোগী কিশোরীর মা তৌহিদুল ইসলাম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলার পরপরই অভিযুক্ত যুবক তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
তৌহিদুল ইসলাম মদন পৌরসভার জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীকে প্রায় সময়ই কুপ্রস্তাব দিত। শনিবার রাত ১২টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে বাহিরে যায়। সেখানে ওতপেতে থাকা অভিযুক্ত তৌহিদুল ইসলাম ওই কিশোরীকে জোরপূর্বক পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তার মা রোববার মদন থানায় একটি মামলা দায়ের করে। রোববার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মদন থানা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে রোববার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
