|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন ধরেই একসাথে চলাফেরা, আড্ডা দিলেও স্বর্ণ ও নগদ অর্থের লোভ সামলাতে পারল না। শেষপর্যন্ত বন্ধুর ঘরেই চুরি করল আরেক বন্ধু। পরে চুরির মালামাল বাড়ির আমগাছের নিচে লুকিয়ে রাখে।
অবশ্য বেরসিক পুলিশের কারণে চুরির কাজ সারতে পারল না সেই বন্ধু। পুলিশের হাতে আটক হওয়ার সঙ্গে সঙ্গে চোরাই মালামালও উদ্ধার হয়।
ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামে।
জানা গেছে, কড়ৈতলী গ্রামের নয়ন আচার্য্যের (৪০) সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী অঞ্জন চন্দ্র দের (৩৭) দীর্ঘদিনের সখ্য ছিল। তারা একসঙ্গে চলাফেরা ছাড়া একে অপরের বাড়িও যেত। এরই মধ্যে গত ১১ মে রাতে নয়নের ঘরে চুরির ঘটনা ঘটে। ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হওয়ার পর নয়ন ফরিদগঞ্জ থানায় চুরির অভিযোগ করেন।
পুলিশ চুরির অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে রোববার অঞ্জন চন্দ্র দে’কে সন্দেহজনকভাবে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চুরির কথা স্বীকার করেন এবং পুলিশ তার কথামতো অঞ্জন দে’র ঘর এবং বাড়ির আমগাছের নিচ থেকে মাটি খুঁড়ে নগদ ৬৪ হাজার টাকা এবং সাত ভরি পাঁচ আনা স্বর্ণ উদ্ধার করে। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে এবং সোমবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠান।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আ. মান্নান জানান, চুরির অভিযোগে মামলা দায়েরপূর্বক মালামাল উদ্ধার এবং অভিযুক্তকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
