Logo
Logo
×

সারাদেশ

বরিশালে মেয়র পদে ১০ সাধারণ ১৪৬ সংরক্ষিত ৪২ প্রার্থীর মনোনয়ন জমা

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০২৩, ১০:২৫ পিএম

বরিশালে মেয়র পদে ১০ সাধারণ ১৪৬ সংরক্ষিত ৪২ প্রার্থীর মনোনয়ন জমা

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে ১০ জন, ৩০ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ১৪৬ জন ও সংরক্ষিত ১০ কাউন্সিলর পদে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার শেষ দিনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি ঘরানার কামরুল আহসান রুপন।

এর আগে আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির মিজানুর রহমান হাওলাদার এবং স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার, লুৎফর কবির, মো. আসাদুজ্জামান ও নেছার উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।

অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৩০ ওয়ার্ডে ১৪৬ জন এবং ১০ সংরক্ষিত আসনে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। বিগত দিনে নির্বাচনে কি হয়েছে না হয়েছে সেটা দেখার বিষয় না। এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ায় আমরা অঙ্গীকারবদ্ধ।

তফসিল অনুযায়ী, আগামী ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রতীক বরাদ্দ। ১২ জুন ভোটগ্রহণ হবে।

সিটি নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম