Logo
Logo
×

সারাদেশ

ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের ‘ভুয়া কমিটি’র বিজ্ঞপ্তি ভাইরাল

Icon

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৩, ১০:৪৩ পিএম

ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের ‘ভুয়া কমিটি’র বিজ্ঞপ্তি ভাইরাল

সিলেটের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির বিজ্ঞপ্তি জেলা ছাত্রলীগের প্যাডে প্রকাশ করা হয়। পরে জেলা থেকে জানা যায় ওই বিজ্ঞপ্তিটি ভুয়া।

তবে এর আগেই ফেসবুকে সয়লাব হয়ে যায় প্রকাশিত ভুয়া বিজ্ঞপ্তিটি। অনেকে অভিনন্দন জানায় নবগঠিত কমিটিতে নাম থাকা নেতাদের।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা জেলা ছাত্রলীগের প্যাড এবং সভাপতি-সম্পাদকের স্বাক্ষর নকল করে এমন ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়েছে বিষয়টি জানে না কেউ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, এডিট করে ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। 

এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।

এদিকে ভুয়া বিজ্ঞপ্তিকে উদ্দেশ্যপ্রণোদিত ও নিজেদের জন্য সম্মানহানিকর দাবি করেন কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম