সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৩, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছরের জুন মাসের মধ্যেই আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বুধবার দুপুরে প্রকল্প পরিদর্শনের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাংলাদেশ অংশের মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকার শূন্যরেখায় রেলপথের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, উভয় দেশের জন্য আখাউড়া-আগরতলা রেললাইন সংযোগটি খুবই গুরুত্বপূর্ণ। এ লাইনটি চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, পাশাপাশি স্বল্প সময়ে ও কম খরচে মানুষ সহজে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে। এতে উভয় দেশের মানুষ উপকৃত হবে।
তিনি বলেন, এখন মে মাস চলছে, আগামী মাসের মধ্যেই প্রকল্পটি শেষ হওয়ার জন্য নির্ধারিত আছে। ইতোমধ্যে বাংলাদেশ অংশের রেললাইন ও স্লিপার স্থাপন করা হয়েছে। তবে কিছু কিছু কাজ এখনও বাকি আছে। ওই কাজগুলো জুনের মধ্যেই শেষ হয়ে যাবে।
এ সময় মন্ত্রী বলেন, প্রকল্পটি যেহেতু দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ সেহেতু বাংলাদেশ-ভারত দুই দেশের প্রধানমন্ত্রী এ প্রকল্পটি উদ্বোধন করবেন।
এ সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহীদুল হক, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প পরিচালক সুবক্তগীন, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ও আখাউড়া-আগরতলা প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়াসহ ঠিকাদারি প্রতিষ্ঠান ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পটি ভারতীয় অনুদানে নির্মিত হচ্ছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ শতাংশ। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ৬ দশমিক ৮ কিলোমিটার।
