Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:৩৬ পিএম

সোনারগাঁয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের ললাটি, আন্দিরপাড়, চেঙ্গাইন ও সাদিপুর ইউনিয়নের নয়াপুর ও সাদিপুর গ্রামের বিভিন্ন স্থানে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় অভিযানকারী দল দুই ইউনিয়নের প্রায় পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আরনিকা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ সময় তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের ডিজিএম সুরুজ আলম, ম্যানেজার আতিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, রিয়াজ মহিউদ্দিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুলসংখ্যক পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ জানান, একশ্রেণির অসাধু ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বিভিন্ন বাসা বাড়িতে রান্নার কাজ পরিচালনা করে আসছিলেন। ফলে প্রতি বছর সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম