Logo
Logo
×

সারাদেশ

থানা গারদে ছাত্রলীগ নেতাকর্মীদের ছবি ভাইরাল, কনস্টেবল ক্লোজড

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:৩৭ পিএম

থানা গারদে ছাত্রলীগ নেতাকর্মীদের ছবি ভাইরাল, কনস্টেবল ক্লোজড

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়ার থানা গারদে শুয়ে থাকা আসামিদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ার ঘটনায় কনস্টেবল মাসুমকে ক্লোজ করা হয়েছে। বিএমপি গঠিত কমিটির প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

কনস্টেবল মাসুম মেট্রোপলিটন গোয়েন্দা শাখায় কর্মরত। 

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) তোতা মিয়া। বুধবার (১৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

এর আগে গ্রেফতারকৃত আসামিদের সঙ্গে সেলফি তোলায় কাউনিয়া থানার এসআই সাইদুল হককে ক্লোজ করা হয়েছে।

প্রসঙ্গত, মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক রইজ আহমেদ মান্নাকে গ্রেফতারের পর সেলফি তোলেন সাইদুল হক এবং কাউনিয়া থানার গারদে রইজ আহমেদ মান্নাসহ গ্রেফতারকৃতদের শুয়ে থাকার ছবি ছড়িয়ে দেওয়ায় ক্লোজ হন মাসুম। মান্না আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি ও মারধরের অভিযোগে ১৩ সহযোগীসহ কারাগারে রয়েছেন।

বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম