Logo
Logo
×

সারাদেশ

সংবাদ ফেসবুকে শেয়ার করায় আ.লীগ নেতাকে এমপির লোকজনের হুমকি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৬:৪৪ পিএম

সংবাদ ফেসবুকে শেয়ার করায় আ.লীগ নেতাকে এমপির লোকজনের হুমকি

রাজশাহীর মোহনপুরে মিরাক্কেল কিংডং ওয়াটার পার্কে ভাঙচুর সংক্রান্ত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করায় জেলা আওয়ামী লীগের সদস্য এবং মোহনপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুরঞ্জিত সরকারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ। এ ঘটনায় গত ১৯ মে মোহনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকার। এমপি আয়েনকে অতিথি না করায় ওই পার্কে ভাঙচুর চালান তার অনুসারীরা।

জিডিতে সুরঞ্জিত উল্লেখ করেন, ২০১৪ সালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আয়েন উদ্দিন এমপি হওয়ার পর থেকেই তাকে নির্যাতন করছেন। মূলত আয়েন উদ্দিনের ভূমিদস্যুতা এবং বিভিন্ন ধরনের অন্যায়ের প্রতিবাদ করায় তিনি নির্যাতিত হচ্ছেন। সর্বশেষ গত ১৪ মে মোহনপুরের খয়রা এলাকায় মিরাক্কেল কিংডং ওয়াটার পার্কে ব্যাপক ভাঙচুর চালায় এমপি আয়েনের অনুসারীরা।

পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকে প্রধান অতিথি করা হয়; কিন্তু এ অনুষ্ঠানে এমপি আয়েনকে আমন্ত্রণ জানায়নি পার্ক কর্তৃপক্ষ। এমপি আয়েনকে অতিথি না করায় তিনি মনঃক্ষুণ্ণ হন। এ কারণে পার্কে ভাঙচুর চালান এমপি অনুসারীরা। এরপর বিষয়টি নিয়ে প্রকাশিত একটি সংবাদ তিনি তার ফেসবুক আইডি থেকে শেয়ার দেন।

সুরঞ্জিত তার জিডিতে আরও উল্লেখ করেন, এমপি আয়েন উদ্দিনের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ১৯ মে সকাল ১০টা ১৫ মিনিটে তার ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে তাকে কল দিয়ে মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ এবং উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন শাহ হুমকি, অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

তিনি বলেন, ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার ইঙ্গিত দিয়েছেন এমপি আয়েনের অনুসারীরা। এই হুমকি ও গালি দেওয়া বক্তব্যটি আমি রেকর্ড করি ও মোহনপুর থানায় সাধারণ ডায়েরি করেছি।

উপজেলা ছাত্রলীগ এবং যুবলীগের সাধারণ সম্পাদকের এ ধরনের কর্মকাণ্ডে ও এমপি আয়েন উদ্দিনের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত। এদের কারণে আমরা স্বাধীনভাবে সব জায়গায় চলাফেরা করতে পারছি না। এমপির ধারাবাহিক অন্যায়, অত্যাচার ও নির্যাতনের প্রতিকারসহ আমি শাস্তি দাবি করছি।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্শেদ এবং যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ বলেন, পার্কের ভাঙচুরের ঘটনায় এমপির অনুসারীরা জড়িত না। পার্ক কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের রাইডে উঠা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে সেটি মীমাংসা হয়ে গেছে। তবে এ ধরনের সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে এমপির মান-সম্মান ক্ষুণ্ণ করাটা ঠিক নয়। আর তাকে হুমকি দেওয়ার অভিযোগও ভিত্তিহীন ও বানোয়াট।

এ ব্যাপারে মোহনপুর থানার ওসি সেলিম বাদশা জানান, জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম