ঘুমন্ত ১০ জনকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ!
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৩, ০৭:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গভীর রাতে বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। নিজের বসতঘরে ঘুমন্ত ১০ জনকে পুড়িয়ে হত্যাচেষ্টা করে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
রোববার গভীর রাতে মাদারীপুরের শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বড়দেয়ালী গ্রামের শাহীন হাওলাদারের বসতঘরে এ দুর্ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
জমিজমা সংক্রান্ত বিরোধের পূর্বশত্রুতার জের ধরে আগুন লাগিয়েছেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. শাহীন হাওলাদার জানান, নিজের ঘরে ঘুমন্ত ব্যক্তিদের হত্যার উদ্দেশ্যে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তার পরিবারের ১০ জন সদস্য ঘরের মধ্যে ঘুমানো ছিল। তবে আগুন পুরোপুরি লাগার আগেই প্রতিবেশীরা বাইরে থেকে বন্ধ রাখা দরজার খুলে তাদের উদ্ধার করেন। এ সময় ঘরের লোকজন নিরাপদে বের হতে পারলেও ঘরের লেপ-তোশক, মেশিন, দরজা, জানালাসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।
শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে শিবচর থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
