Logo
Logo
×

সারাদেশ

আদালত চত্বর থেকে পলাতক আসামি গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২৩, ১০:৩০ পিএম

আদালত চত্বর থেকে পলাতক আসামি গ্রেফতার

বগুড়ায় আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া চুরি মামলার সেই আসামি চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান (৩২) ধরা পড়েছে। ডিবি পুলিশের একটি দল সোমবার সকালে তাকে সদর উপজেলার নওদাপাড়ার একটি জঙ্গল থেকে গ্রেফতার করেছে।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গাবতলী থানার ওসি ও অন্য কর্মকর্তারা জানান, চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান বগুড়া সদরের নওদাপাড়ার জাহাঙ্গীর আলম আফজালের ছেলে। একটি মোটরসাইকেল চুরির মামলায় গত ২০ মে তাকে গাবতলী উপজেলার চকবোচাই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে গাবতলী থানার পুলিশ গাড়িতে পাঁচ আসামিকে নিয়ে বগুড়ার আদালত চত্বরে পৌঁছে। গাড়ি থেকে নামানোর পর আদালতের হাজতে নেওয়ার সময় ইমরান কৌশলে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ জানান, আদালত চত্বর থেকে পালানোর পর ইমরান গাবতলী উপজেলা ও বগুড়া সদরের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। পুলিশের একাধিক টিম ইমরানকে গ্রেফতারে অভিযান চালায়। শেষে সদরের নওদাপাড়ার একটি জঙ্গলে পরিত্যক্ত কারখানায় আশ্রয় নেয়।

তিনি আরও জানান, তিনি পেশাদার চোর। সোর্সের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালত থেকে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে গাবতলী থানার এসআই রয়েল হোসেন তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে বিকালে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, এ ঘটনায় গাবতলী থানা পুলিশ স্কটের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারো গাফিলতি পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম