সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলন
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৩ মে ২০২৩, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার বিকালে এ সম্মেলন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
স্থানীয় পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. বদরুজ্জামান বধুর সভাপতিত্বে ও জাতীয় যুবসংহতির উপজেলার যুগ্ম আহবায়ক মো. আশরাফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টি সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক আবু তালেব চৌধুরী জিসান।
এ সময় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী মেম্বার, জাতীয় মহিলা পার্টি উপদেষ্টা সাবেক কাউন্সিলর জায়েদা আক্তার মনি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ফয়সাল আহমেদ ভূঁইয়া, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন শিকদার শ্যামল, জাতীয় যুবসংহতি সোনারগাঁও উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁও উপজেলার আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, যুগ্ম আহবায়ক হনুফা আক্তার মিতু, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব আলী জাহান মেম্বার, যুগ্ম আহবায়ক ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূঁইয়া মেম্বার, শাহীন মেম্বার, মনির মেম্বার, সাকিব হাসান মেম্বার, নাছির উদ্দীন মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকার, জাতীয় মহিলা পার্টি নেত্রী বিলকিস আক্তার, শিল্পী আক্তার মেম্বার, নিলুফা আক্তার ময়না, নাহিদা নুর রানু, হাসিনা পারভীন, সালমা আক্তারসহ জাতীয় পার্টির অঙ্গ-সংগঠনের নেতারা।
