Logo
Logo
×

সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১১:০৪ পিএম

পাওনা টাকা চাওয়ায় গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদার ও তার সহযোগীদের পিটুনিতে আহসান উল্লাহ (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দি গ্রামের মৃত হাসান আলীর ছেলে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তিনি আব্দুল্লাহপুর এলাকাতে ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, আহসান উল্লাহ একজন গরু ব্যবসায়ী ছিলেন। আব্দুল্লাহপুরের ভুট্টু কসাইয়ের কাছে ব্যবসার সুবাদে বাকিতে গরু বিক্রি করেছিলেন। দীর্ঘদিন ধরে পাওনা টাকা আদায় করতে গিয়ে ব্যর্থ হন। মঙ্গলবার সকালে আহসান উল্লাহ ভুট্টু কসাইয়ের দোকানে গিয়ে টাকা চাওয়াতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ৬-৭ জন মিলে আহসান উল্লাহকে মারধর করে আহত করে। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান জানান, আব্দুল্লাহপুর বাজারে পাওনাদারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম