Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৮:১০ পিএম

নবাবগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাইমদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার শোল্লা ইউনিয়নের চকোরিয়া গ্রামের সমিজ আলী ও বারুয়াখালী এলাকার মো. সাদেক দেওয়ান।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক সেবন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাইমদ ও ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নবাবগঞ্জ থানা পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আটককৃত মাদক ব্যবসায়ীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম