সহপাঠী হত্যায় যাবজ্জীবনের আসামি ৩৩ বছর পর গ্রেফতার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৩, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘ ৩৩ বছর পালিয়ে থেকে অবশেষে র্যাবের হাতে ধরা পড়ল সহপাঠীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাবুদ্দিন।
বৃহস্পতিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
তিনি বলেন, সাহাবুদ্দিনকে আমরা নগরীর বায়েজিদ থানার বিআরটিসি মোড় থেকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি।
জানা যায়, গ্রেফতারকৃত শাহাবুদ্দিন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের নুরুল ইসলামের পুত্র।
র্যাব জানায়, ১৯৯০ সালের ২১ মার্চ নিজ গ্রামের একটি মাদ্রাসায় পড়ার সময় সবুর নামের তার এক সহপাঠীর সঙ্গে ঝগড়ায় পেরেক যুক্ত কাঠের লাঠি দিয়ে সবুরকে আঘাত করে শাহাবুদ্দিন। পরবর্তীতে স্থানীয়রা সবুরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনার সবুরের পিতা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সাহাবুদ্দিন আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় ২০০৭ সালের ২৬ জুলাই আসামির অনুপস্থিতিতে আদালত মো. শাহাবুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাসান জানান, মঙ্গলবার চট্টগ্রাম নগরী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে র্যাব।
