Logo
Logo
×

সারাদেশ

রিটার্নিং কর্মকর্তাকে ক্ষণে ক্ষণে অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীর 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৮:১২ এএম

রিটার্নিং কর্মকর্তাকে ক্ষণে ক্ষণে অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীর 

ভোট গণনার অভিযোগ নিয়ে সন্ধ্যা ৭টায় বঙ্গতাজ অডিটরিয়ামে এসে উপস্থিত হন স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুনের মুখ্য নির্বাচনি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৷ আসার পর পরই নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। তার পর থেকে অবস্থান করছেন অডিটরিয়ামেই। বাইরে অবস্থান করেন তার কর্মী-সমর্থকরা।

বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করছিলেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। রাত ৮টার কিছুক্ষণ পরই হঠাৎ করে হাত তুলে কিছু কথা বলতে চান ৷ তবে রিটার্নিং কর্মকর্তা তাতে সায় দেননি ৷ তার পর মঞ্চের কাছাকাছি গিয়ে জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ করে কিছু অভিযোগ উত্থাপন করেন ৷

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার কিছু অভিযোগ আছে ৷ কয়েকটি অনিয়মের কথা আপনাদের জানাতে চাই। বিভিন্ন কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু সেসব ফলের প্রিন্টেট কোনো কপি দেওয়া হচ্ছে না প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরসহ।’

জবাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়, ‘দেওয়ার কথা তো, দেবে না কেন। প্রিন্টেট কপি না দিলেও সেখানে স্বাক্ষর আছে তো।’

তার পর আবার অভিযোগ করে বলেন, ‘কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের ফল দিলেও মেয়রপ্রার্থীদের ফল দিচ্ছে না।’

এই অভিযোগের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি দেখছি ৷ আপনি শান্ত হয়ে বসুন।’

তার পর জাহাঙ্গীর আলম মঞ্চের সামনে থেকে সরে গিয়ে আবার বসেন তার আগের জায়গায়।

রিটার্নিং জাহাঙ্গীর 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম